cpsc detail
বাংলাদেশ সিভিল সার্ভিস এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন গুনগত মান সম্পন্ন আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার এবং সর্বোপরি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জীবনমুখী ও কল্যানধর্মী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে জেলা পর্যায়ের শহরে স্থানীয় জনগনের দীর্ঘদিনের চাহিদা পূরনের লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার একটি মহতী উদ্যোগ গ্রহন করেছে। এতে নীলফামারী জেলার বিভিন্ন সরকারী/বেসরকারী/ স্বায়ত্বশাসিত সংস্থা ও বিভাগীয় প্রধানগন, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গসহ আপামর জনসাধারন বিপুলভাবে উৎসাহ প্রদান পূর্বক আর্থিক ও বহুমুখী সহযোগিতার হাত সমপ্রসারিত করেছেন। গত ০৩/০৬/২০০৪ তারিখে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নীলফামারী শিরোনামে নতুন এ প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।